আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল সারাংশ।সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল সারাংশ Class 6, 7, 8, 9, 10। ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিই সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল সারাংশ।
সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল সারাংশ
প্রাচীন বাঙালিরা সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল। চুল দেখা যাচ্ছিল। অথবা মাথার উপরে চুল শক্ত করে বেঁধে রাখুন। মেয়েরা এখন যেমন ফিতা দিয়ে চুল বেঁধে রাখে, পুরুষেরা শখের বশে তাদের কোঁকড়ানো চুল তাদের কপালে একইভাবে বেঁধে রাখতেন। মেয়েরা ‘খোপা’ বেঁধে নিত বা উঁচু ‘খোরা চুর’। কপালে টিপ, পায়ে আলতা, চোখে কাজল আর কপালে ফুল। তারা বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করত।
আরও দেখতে পারেন: সারাংশ তুমি জীবনকে সার্থক সুন্দর হইয়া উঠিবে
তখনকার দিনে মেয়ে ও ছেলে উভয়েই অলঙ্কার ব্যবহার করত। শুধুমাত্র সম্ভ্রান্ত ব্যক্তিরাই স্বর্ণের অলঙ্কার পরতে পারতেন। তাদের বাড়ির ছেলেরা পরতেন সুবর্ণকুণ্ডল, মেয়েরা পরতেন কানে সোনার ‘তরঙ্গ’। তাদের মেয়েদের হাতে, বাহুতে, গলায় ও মাথায় রত্নখচিত ছিল। সাধারণ পরিবারের মেয়েরা হাতে শাঁস, কানে কলা পাতার মাকড়সা, গলায় ফুলের মালা পরত।
আরও দেখতে পারেন: মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না সারাংশ
সারাংশ: প্রাচীন বাঙালি সাজসজ্জার প্রতি অনেক মনোযোগী ছিল। অলংকার ব্যবহারে ছেলে-মেয়ে উভয়েরই প্রাধান্য ছিল। তবে এ ক্ষেত্রে সম্ভ্রান্তদের ছেলেমেয়েরা সোনার অলঙ্কার পরলেও সাধারণ পরিবারের মেয়েরা পরতেন শঙ্খ ও কলা পাতার মাকড়সা এবং গলায় ফুলের মালা। নারী ও পুরুষের চুলের সাজে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল সারাংশ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।