বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা জীবনের কল্যানের জন্য সারাংশ। আপনারা যদি এই রকম জীবনের কল্যানের জন্য সারাংশ আরো পেতে চান তাহলে আমাদের সাইটের সাথেই থাকবেন । এই জীবনের কল্যানের জন্য সারাংশ টির উত্তর আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি যাতে এই জীবনের কল্যানের জন্য সারাংশ এর উত্তর খুব সহজে বুঝতে পারো তোমরা।
জীবনের কল্যানের জন্য সারাংশ
জীবনের কল্যাণের জন্য , মানুষের সুখের জন্য এ জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য । বাতাসের ওপর চিন্তা ও কথা স্থায়ী হইতে পারে না , মানবজাতি তাই অক্ষর আবিষ্কার করিয়াছে । মানুষের । মূল্যবান কথা , উক্তৃষ্ট চিন্তাগুলি কোনাে যুগে পাথরে , কোনাে যুগে গাছের পাতায় এবং বর্তমানে কাগজে । লিখিয়া রাখা হইয়া থাকে । যে নিতান্তই হতভাগা , সেই সাহিত্যকে অনাদর করিয়া থাকে । সাহিত্যে মানুষের । সকল আকাঙ্ক্ষার মীমাংসা হয় । তােমার আত্মা হইতে যেমন তুমি বিচ্ছিন্ন হইতে পার না , সাহিত্যকেও তুমি তেমনি অস্বীকার করিতে পার না উহাতে তােমার মৃত্যু তােমার দুঃখ ও অসম্মান হয় ।
সারাংশ : অতীত হতে বর্তমান পর্যন্ত সাহিত্য টিকে আছে সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ , ভালােবাসার কারণে । সাহিত্য বর্তমান মানব সভ্যতার অপরিহার্য অঙ্গ । মানব সভ্যতা ও সাহিত্যের এ মেলবন্ধন চিরন্তন।
আর্টিকেলের শেষকথা
জীবনের কল্যানের জন্য সারাংশ টি যদি তোমাদের আজকের এই পড়াটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।