আমি উপর থেকে এই অভিব্যক্তি লেখার নিয়ম শিখেছি আমরা শিখতে পারি যে নাম মানুষকে বড় করে না, মানুষ নামকে বড় করে। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম শ্রেণী এবং SSC HSC JSC PSC বাংলা 2য় পত্র ভাবসম্প্রসারণ।
১। উদ্ধৃত অনুচ্ছেদগুলি মনোযোগ সহকারে পড়তে হবে।
২৷ অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন।
৩। অন্তর্নিহিত অর্থ রূপকের আশ্রয়ে আছে কি না তা ভাবতে হবে।
৪। সহজভাবে মূল ধারণা প্রকাশ করুন.
৫। মূল বিষয় প্রকাশ করার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে।
৬। বিবৃতির পুনরাবৃত্তি না করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।
মানুষ মাত্রই ভুল ভাবসম্প্রসারণ
মূলভাব :মানুষের চিরন্তন জীবনের গতিকে থামাতে ভুল প্রধান ভূমিকা পালন করে। ভুল করা কি দোষের যোগ্য? দোষী নয়, কারণ ভুল জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ভুলের মাধ্যমেই মানুষকে পৃথিবীর সব অভিজ্ঞতা অর্জন করতে হয়। ভুল না করার পূর্বশর্ত হল ভুল করা এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করা।
আরও দেখতে পারেন: বিদ্যা অমূল্য ধন ভাবসম্প্রসারণ
বর্ধিত অভিব্যক্তি: কর্মক্ষেত্রে ভুল করলেও সারাজীবন কাজ করতে হবে। ভুল করার মধ্যেই মানুষের শিক্ষার তাৎপর্য নিহিত। কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কাজ না করলে কোনো ভুল হবে না। কর্মহীন জীবন স্থবির। মানুষ কখনো থামে না কারণ তারা জীবনে ভুল করে। জীবনের নতুন অভিজ্ঞতা ভুলের মাধ্যমে অর্জিত হয়। ভুল শুধরে দিলে মানুষ ভালো হয় এবং ধীরে ধীরে ভুলের মাত্রা কমতে থাকে। যারা শিখতে চায় তারা তাদের কাজে ভুল করবে। শেখা সবসময়ই মানুষের জীবনের একটি বৈশিষ্ট্য। মানুষ শিক্ষার মাধ্যমে জীবনে এগিয়ে যায়। সব কাজ যে নিখুঁত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ অনেক উদ্যোগী লোকদের প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। ভুল হওয়াটাই স্বাভাবিক। কাজ সঠিকভাবে করতে হবে এমন শর্ত আরোপ করা ভুল। কারণ সঠিক কাজের প্রতিশ্রুতি দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। অতএব, জীবনে ভুল স্বীকার করাই প্রকৃত সত্য, অস্বীকার করা হল মিথ্যা বলার শিল্প। ভুল সত্যের পথে বাধা বা প্রতিবন্ধকতা নয়, মানুষ ভুল থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে প্রকৃত সত্য আবিষ্কার করে। তাই জীবনের ভুলগুলোকে অপরাধ না বলে স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করা উচিত।
কিন্তু অসতর্কতা ও অসতর্কতার কারণে যে ভুল হয় তা ভুলের শ্রেণীতে পড়ে না, কারণ সতর্কতার অভাবে তা সংঘটিত হয়। পৃথিবীতে যারা মিথ্যা ও ভ্রান্তি বাদ দিয়ে শুধু সত্যের পথ খোঁজে, তারা কখনোই সত্যে পৌঁছায় না। মানুষের জীবনের প্রতিটি ভুল মানুষকে এক বা একাধিক সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। শিশু যেমন খাওয়া-দাওয়া করে হাঁটতে শেখে, তেমনি মানুষও ভুলের মাধ্যমে সত্য শেখে। ভুল করে এবং ভুল সংশোধন করে, লোকেরা শেখার অপূর্ণতাগুলি কাটিয়ে ওঠে।
সারাজীবন কাজ করে কাজ করতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই ভুল করা পাপ নয় কিন্তু ভুলের ভয়ে কাজ থেকে বিরত থাকাটা পাপ।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম মানুষ মাত্রই ভুল ভাবসম্প্রসারণ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।