সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম - Rochona Lekha

সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম ।

সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম

সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র পূর্বাচল কোণে
না হয় উদয়,
তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে
না করিব ভয়।
হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা-মূর্তি ধরি যদি
গ্রাসিবারে আসে,
সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধুপারে নবজীবনের
নবীন আশ্বাসে।

সারমর্ম: জীবনে অবিরত সংগ্রাম করে লক্ষ্যে পৌঁছতে হয়। নবজীবনের পথে আসে নানা প্রতিকূলতা। তবে যে প্রকৃত অর্থেই জীবনপিপাসু সে কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। সকল বাধা অতিক্রম করে সে ঠিকই তার লক্ষ্যে পৌঁছে যায়।

আর্টিকেলের শেষকথা

সন্ধ্যা যদি নামে পথে সারমর্ম টি যদি তোমাদের আজকের এই পড়াটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Leave a Comment