আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো একদিন শোনো এই দেশটাতে সারমর্ম।একদিন শোনো এই দেশটাতে সারমর্ম Class 6, 7, 8, 9, 10। ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিই একদিন শোনো এই দেশটাতে সারমর্ম।
একদিন শোনো এই দেশটাতে সারমর্ম
সার্থক জনম আমার জন্ম এই দেশে,
সার্থক জনম, মা গেয়েছে, ভালোবাসি তোমায়।
আমি জানি না তার সম্পদ আছে নাকি রাণীর মতো নেই,
আমি শুধু জানি তোমার ছায়ায় আমার শরীর বেড়ে উঠছে।
জানি না কোন বনের ফুলের ঘ্রাণে এত উদগ্রীব,
চাদ আকাশে এভাবে হাসল।
তোমার আলো আমার চোখে প্রথম দেখা
সেই আলোর শেষে চোখ মেলে
সারমর্ম: জন্মভূমির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। জন্মভূমির আলো, বাতাস, গাছপালা, মাটি ও পরিবেশ মানব জীবনের স্তম্ভ। স্বদেশ সম্পদের আকার না হলেও মানুষ স্বদেশকে ভালোবাসে এবং জীবনকে সার্থক মনে করে। আর তার শেষ ইচ্ছা হিসেবে জন্মভূমির মাটিতে চিরদিনের জন্য সমাহিত হতে চান তিনি।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম একদিন শোনো এই দেশটাতে সারমর্ম। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।