বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা সারাংশঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে। আপনারা যদি এই রকম সারাংশঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে আরো পেতে চান তাহলে আমাদের সাইটের সাথেই থাকবেন । এই সারাংশঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে টির উত্তর আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি যাতে এই সারাংশঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে এর উত্তর খুব সহজে বুঝতে পারো তোমরা।
সারাংশঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে
মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে। করতে পারে যেকোনাে বিষয়ে চিন্তা। যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু-পাখিকে পশুপাখি হতে ভাবতে হয় না— পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই- যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ- বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য-অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতারও পেছনের সারিতেই তাদের স্থান। ব্যক্তি, গােষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মােট কথা, সভ্যতার প্রথম সােপানই হলাে চিন্তা- চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা।
সারাংশ:
মানুষের চিন্তাশক্তিই মানুষকে জগতের অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। যে জাতি যত বেশি চিন্তাশীল, প্রজ্ঞাসম্পন্ন, সে জাতি তত বেশি উন্নত। অতএব, চিন্তাশক্তিই মানুষের মানুষ হওয়ার তথা উন্নত হওয়ার প্রধান হাতিয়ার।
Rochona Lekha Online Educational Platform
