আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিদ্যা মানুষের অমূল্য সম্পদ সারাংশ। গ্রীষ্মের দুপুর রচনা Class 6, 7, 8, 9, 10 টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই বিদ্যা মানুষের অমূল্য সম্পদ সারাংশ।
বিদ্যা মানুষের অমূল্য সম্পদ সারাংশ
জ্ঞান যে মানুষের মূল্যবান নির্ধারক তাতে কোন সন্দেহ নেই। কিন্তু চরিত্র তার চেয়ে বেশি মূল্যবান। তাই শুধু আলেম হওয়ার কারণে কাউকে সমাদরের যোগ্য মনে করা যায় না। চরিত্রহীন ব্যক্তি জ্ঞানে পরিপূর্ণ হলে ভয় পিন্ড ভয় থেকে মুক্তি পাওয়াই উত্তম। একটি প্রবাদ আছে যে একটি বিষধর সাপের মাথায় একটি মণি থাকে। রত্ন খুব মূল্যবান পদ্ধতি. কিন্তু অর্থের লোভে বিষাক্ত সঙ্গমে লিপ্ত হওয়া যেমন বুদ্ধিবৃত্তিক কাজ নয়, তেমনি জ্ঞানার্জনের জন্য দূর-দূরান্তে ভ্রমণকারী পণ্ডিতও নয়। কারণ আপনার নিরপরাধ চরিত্রও নষ্ট হয়ে যেতে পারে দুঃসাহসিক কাজে এবং হারিয়ে যেতে পারে মূল্যবান মানব জীবন।
আরও দেখতে পারেন: বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ
সারাংশ:
জ্ঞান অমূল্য। কিন্তু চরিত্র তার চেয়ে বেশি মূল্যবান। চরিত্রহীন বিদ্বান ব্যক্তি মূল্যবান বিষাক্ত সাপের মত পরিত্যক্ত। যে ব্যক্তি জ্ঞানী এবং চরিত্রের অধিকারী সে একজন উপকারকারী। কিন্তু চরিত্রহীন জ্ঞানের সান্নিধ্য বিপদজনক।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বিদ্যা মানুষের অমূল্য সম্পদ সারাংশ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।