আমি উপর থেকে এই অভিব্যক্তি লেখার নিয়ম শিখেছি আমরা শিখতে পারি যে নাম মানুষকে বড় করে না, মানুষ নামকে বড় করে। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম শ্রেণী এবং SSC HSC JSC PSC বাংলা 2য় পত্র ভাবসম্প্রসারণ।
১। উদ্ধৃত অনুচ্ছেদগুলি মনোযোগ সহকারে পড়তে হবে।
২৷ অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন।
৩। অন্তর্নিহিত অর্থ রূপকের আশ্রয়ে আছে কি না তা ভাবতে হবে।
৪। সহজভাবে মূল ধারণা প্রকাশ করুন.
৫। মূল বিষয় প্রকাশ করার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে।
৬। বিবৃতির পুনরাবৃত্তি না করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।
পুষ্প আপনার জন্য ফোটে না ভাব সম্প্রসারণ
মূলভাব:
মানুষের জীবনের উদ্দেশ্য হল আত্মত্যাগ। সকলে সকলে নিবেদিত থাকলে মানব সমাজ সুখের ঘর হতে বাধ্য। এবং স্বার্থপরতা একটি বিদ্বেষপূর্ণ প্রবণতা।
বর্ধিত অভিব্যক্তি:
স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতায় মানুষের জীবন কলুষিত হয়। আত্মত্যাগের মাধ্যমেই মানুষের জীবন বিকশিত ও অর্থবহ হয়। ফুলের সৌন্দর্য স্বাভাবিকভাবেই চোখ জুড়ানো; সেই সৌন্দর্য আচ্ছন্ন করে এবং পরিস্ফুট করে রসালো দৃষ্টিকে। সৌন্দর্য ও সুবাসই ফুলের মহিমা। কিন্তু ভাবতে হবে ফুলের এই সৌন্দর্য ও সুগন্ধি ফুলের চাহিদা কতটুকু পূরণ করে। আসলে, ফুলের এই সৌন্দর্য এবং সুবাস নিজের জন্য নয়। বিশুদ্ধতা ও সন্তুষ্টির নৈবেদ্য সাজিয়ে, ফুলটি সবার সামনে নিজেকে উপস্থাপন করে; লোকেরা তার বিশুদ্ধতার জন্য সর্বোত্তম উপায়ে ফুলটি দিতে চায়। ফুলের আসল অর্থ সেখানেই। পরকালের ভোগের জন্য ফুলের বিকাশ। ফুলগুলি পরেরটির জন্য উত্সর্গীকৃত। ফুল যেমন পরার্থপরতার জন্য নিজেকে বিসর্জন দেয়, তেমনি প্রতিটি মানুষ তার ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে সমাজের বৃহত্তর কল্যাণে আত্মত্যাগ করলেই মানব জীবনের সার্থকতা। ফুলের তাৎপর্য আত্মত্যাগে, ব্যক্তিজীবনের তাৎপর্য সামগ্রিক কল্যাণ ও মঙ্গল কামনায়ও। আমরা পারস্পরিক কল্যাণ কামনায় এবং যৌথ জীবন চর্চায় ব্যক্তি ও সমাজ উভয়ের সুবিধাকে প্রসারিত হতে দেব না। আমাদের স্বার্থপর হওয়া উচিত নয়, স্বার্থপরতা মানবতাকে কলুষিত করে, জীবনের সুষম বিকাশকে ব্যাহত করে। তাই স্বার্থপরতা ত্যাগ করে অন্যের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। দেবত্ব মানুষের জন্য অপ্রাপ্য। কিন্তু মানুষ যদি নিজেকে উৎসর্গ করে অন্যের জন্য কাঁদতে পারে, তাহলে মানুষের মধ্যে স্বর্গীয় দেবত্ব দৃশ্যমান হয়।
মন্তব্য:
মানুষের কর্তব্য হচ্ছে নিজেকে ফুলের মতো বিকশিত করা এবং নিজের যোগ্যতা ও জ্ঞান দ্বারা বিশ্ব-মানুষের কল্যাণে অক্লান্তভাবে আত্মনিয়োগ করা।
কনকশন
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম পুষ্প আপনার জন্য ফোটে না ভাব সম্প্রসারণ সম্পর্কে। যদি আজকের এই নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।