আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম সারাংশ। কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম সারাংশ Class 6, 7, 8, 9, 10। ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিই সারাংশ তুমি জীবনকে সার্থক সুন্দর হইয়া উঠিবে।
কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম সারাংশ
কুসংস্কারও চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। খারাপ মেলামেশার কারণে এই জগতের সব মানুষই অধঃপতিত। যদিও মানুষ সতর্ক থাকে, তারা খারাপ মেলামেশায় পড়ে এবং তাদের অজান্তেই পাপের দিকে পরিচালিত হয়। কুসংসর্গ শুধু কুলোকের সঙ্গ নয়, কুচিন্তা, কুৎসিত বই পড়াকেও কুসংসর্গ বলা হয়। যদি আপনার উদ্দেশ্য হয় সৎ জীবনযাপন করা, তাহলে সাবধানে নিম্ন চরিত্রের পুরুষদের সঙ্গ, থিয়েটারে উত্তেজনা, সিনেমা এবং আনন্দ, অশ্লীল সঙ্গীত, কবিতা এবং বই পড়া এবং অলস চিন্তা ইত্যাদি এড়িয়ে চলুন।
সারাংশ:: ভালো সঙ্গ যেমন মানুষকে উন্নীত করে, তেমনি খারাপ সঙ্গ মানুষকে নিচে নিয়ে আসে। খারাপ সঙ্গ ত্যাগ করাই ভালো জীবনের সারমর্ম। খারাপ সঙ্গ জীবনকে কুৎসিত ও পশুর মত করে তোলে।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম সারাংশ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।