আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ

 বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ। আপনারা যদি এই রকম আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ আরো পেতে চান তাহলে আমাদের সাইটের সাথেই থাকবেন । এই আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ টির উত্তর আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি যাতে এই আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ এর উত্তর খুব সহজে বুঝতে পারো তোমরা।

আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ

আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে, তাহাও বহু লােকের ক্ষুদ্র চেষ্টার ফলে। মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল। বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার বলে আজ সে পৃথিবীর রাজা হইয়াছে। কত কষ্ট ও কত চেষ্টার পর মানুষ বর্তমান উন্নতি লাভ করিয়াছে, তাহা আমরা মনেও করিতে পারি না। কে প্রথম আগুন জ্বালাইতে শিখিল, কে প্রথম ধাতুর ব্যবহার শিক্ষা দিল, কে লেখার প্রথা আবিষ্কার করিল, তাহা আমরা কিছুই জানি না। এই মাত্র জানি যে, প্রথমে যাহারা নুতন কোনাে প্রথা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন, তাহারা পদে পদে অনেক বাধা পাইয়াছিলেন। অনেক সময়ে তাহাদিগকে অনেক নির্যাতন সহ্য করিতে হইয়াছিল। এত কষ্টের পরও অনেকে তাহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারেন নাই। আপাতত মনে হয়, তাহাদের চেষ্টা একেবারে বৃথা গিয়াছে। কিন্তু কোনাে চেষ্টাই একেবারে বিফল হয় না। প্রবাল দ্বীপ যেরূপ একটু একটু করিয়া আয়তনে বর্ধিত হয় , জ্ঞান রাজ্যও সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে।
সারাংশ: বর্তমান সভ্যতায় বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির পিছনে রয়েছে অগণিত মানুষের নিরন্তর কর্মপ্রচেষ্টা। মানুষের কর্মপ্রচেষ্টায় যুগ যুগ ধরে নানা আবিষ্কার ও উদ্ভাবনে এই সভ্যতা সমৃদ্ধ হয়েছে।

আর্টিকেলের শেষকথা

আজকাল বিজ্ঞানের দ্বারা সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে সারাংশ টি যদি তোমাদের আজকের এই পড়াটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Check Also

নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ

 বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা নিরব ভাষায় বৃক্ষ আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *