আমি উপর থেকে এই অভিব্যক্তি লেখার নিয়ম শিখেছি আমরা শিখতে পারি যে নাম মানুষকে বড় করে না, মানুষ নামকে বড় করে। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম শ্রেণী এবং SSC HSC JSC PSC বাংলা 2য় পত্র ভাবসম্প্রসারণ।
১। উদ্ধৃত অনুচ্ছেদগুলি মনোযোগ সহকারে পড়তে হবে।
২৷ অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন।
৩। অন্তর্নিহিত অর্থ রূপকের আশ্রয়ে আছে কি না তা ভাবতে হবে।
৪। সহজভাবে মূল ধারণা প্রকাশ করুন.
৫। মূল বিষয় প্রকাশ করার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে।
৬। বিবৃতির পুনরাবৃত্তি না করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।
ভাবসম্প্রসারণ লাইব্রেরি জাতির সভ্যতা
মূলভাব : লাইব্রেরি থেকে জ্ঞান ও নির্দেশনা প্রাপ্তির মাধ্যমে জাতির অগ্রগতি এবং সভ্যতার উৎকর্ষ সাধিত হতে পারে। আবার গ্রন্থাগারের মাধ্যমেই একটি জাতির সভ্যতা ও অগ্রগতি চিহ্নিত করা যায়।
সম্প্রসারিত ভাব : গ্রন্থাগার হলো দেশ ও জাতির অতীত ও বর্তমানের সেতুবন্ধন। কারণ এতে জাতির রুচির গুণাগুণ, জ্ঞানের গভীরতা এবং সভ্যতার অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটি জাতি বা দেশের সাহিত্য-শিল্প, জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা-বিনোদন, আচার-অনুষ্ঠান, সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম, জীবনযাপন ইত্যাদির বাস্তব রূপ এই গ্রন্থাগারে রয়েছে। যারা সত্য ও জ্ঞানের সন্ধান করে তারা লাইব্রেরিতে এসে নিজেদের সমৃদ্ধ করে। পরবর্তীতে এটি জাতির সভ্যতাকে লালন ও উন্নত করতে ভূমিকা রাখে। জ্ঞানের আকাঙ্ক্ষা। গ্রন্থাগার সময়ের সাক্ষী এবং পরম বন্ধু। আপনি এখানে এসে ক্লান্তি, দুঃখ এবং সমস্যা থেকে মুক্তি পেতে বই এবং ম্যাগাজিন পড়তে পারেন। বইয়ের জগত একটি আকর্ষণীয় জগত। তাই তো বলা হয়, ‘লাইব্রেরি মনের হাসপাতাল।’ একটি দেশের লাইব্রেরি শুধু সব ধরনের তথ্যই সঞ্চয় করে না বরং উন্নয়নেও সাহায্য করে। এ কারণেই বড় বড় যুদ্ধের পর বিজয়ী শক্তি পরাজিত দেশগুলোর গ্রন্থাগার ধ্বংস করে দেয়। তাই লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ।
মন্তব্য: যে জাতি যত উন্নত, সেই জাতির গ্রন্থাগার তত বড় ও সমৃদ্ধ। তাই আমরা লাইব্রেরিতে পড়তে ও লিখতে এবং নতুন লাইব্রেরি তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হই।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম ভাবসম্প্রসারণ লাইব্রেরি জাতির সভ্যতা। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।