আমি উপর থেকে এই অভিব্যক্তি লেখার নিয়ম শিখেছি আমরা শিখতে পারি যে নাম মানুষকে বড় করে না, মানুষ নামকে বড় করে। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম শ্রেণী এবং SSC HSC JSC PSC বাংলা 2য় পত্র ভাবসম্প্রসারণ।
১। উদ্ধৃত অনুচ্ছেদগুলি মনোযোগ সহকারে পড়তে হবে।
২৷ অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন।
৩। অন্তর্নিহিত অর্থ রূপকের আশ্রয়ে আছে কি না তা ভাবতে হবে।
৪। সহজভাবে মূল ধারণা প্রকাশ করুন.
৫। মূল বিষয় প্রকাশ করার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে।
৬। বিবৃতির পুনরাবৃত্তি না করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।
বিদ্যা অমূল্য ধন ভাবসম্প্রসারণ
সম্প্রসারিত ভাব : যার মধ্যে প্রাণ আছে তাকে আমরা পশু বলি। যার মনুষ্যত্ব আছে তাকে মানুষ বলে। আর যার জ্ঞান আছে তাকে বলা হয় বিদ্যা। এই জ্ঞান অর্জনের কোন নির্দিষ্ট সীমা নেই। বিভিন্ন ঋষিদের মতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা উচিত। আসলে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে জ্ঞান অর্জনের বিকল্প নেই। জ্ঞান ও জ্ঞানের ক্ষেত্র বিশাল ও সীমাহীন।
একজন মানুষ অনেক সম্পদের মালিক হতে পারে কিন্তু সে যদি নির্বোধ হয় তাহলে সমাজে তার কোন ভূমিকা থাকে না। আমরা চোখ দিয়ে সবকিছু দেখি, কিন্তু এই চোখের বাইরেও আমাদের আরেকটি চোখ আছে, তা হলো- জ্ঞানের চোখ। যা জ্ঞান অর্জনের মাধ্যমে বিকাশ লাভ করে। মানুষ অন্য সব প্রাণীর মতো জন্মায় না। মানুষ হিসেবে জন্ম নিয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞান দিয়ে সমাজ ও বিশ্বের কল্যাণে কাজ করতে হবে। একজন মানুষ যেকোন কারণে তার সম্পদ হারাতে পারে, কিন্তু সে যে জ্ঞান অর্জন করেছে তা কখনই হারাবে না। তাই জমি ও অর্থকে সম্পদ মনে না করে ব্যক্তির জ্ঞানকে তার সম্পদ মনে করা উচিত।
শুধু জ্ঞান অর্জন করে কখনোই আলেম হওয়া যায় না। আমাদের সকলের উচিত অর্জিত জ্ঞানকে মানুষ, সমাজ ও বিশ্বের কল্যাণে প্রয়োগ করা। তবেই আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে।
এ থেকে আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তির জীবনে জ্ঞান অর্জন কতটা গুরুত্বপূর্ণ। আর জ্ঞান হলো মানব জীবনের একটি অমূল্য সম্পদ। তাই প্রতিটি মানুষের কাছে বিদ্যা নামক অমূল্য সম্পদ অর্জনের কোনো বিকল্প নেই। পরিশেষে আমরা বলতে পারি বিদ্যা হল অমূল্য সম্পদ।
মন্তব্য: একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ হিসেবে চিহ্নিত করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। একজন মানুষ হিসেবে নিজেকে একজন সম্পদশালী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শেখার অবলম্বন করা উচিত।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বিদ্যা অমূল্য ধন ভাবসম্প্রসারণ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
ধন্যবাদ খুব সুন্দর হয়েছে