আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও সারাংশ। তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও সারাংশ Class 6, 7, 8, 9, 10। ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও সারাংশ।
শতুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও সারাংশ
শ্রমের সাথে সম্মানের সাথে আচরণ করুন। কালি ধুলোর মাঝে রোদ-বৃষ্টিতে কাজে নেমে পড়ুন। বাচ্চা হওয়ার এবং ছায়ার ডানার নীচে থাকার দরকার নেই। এটাই মৃত্যুর আয়োজন। কর্মে, মন্দ, লোভ মানুষের রূপে বাসা বাঁধতে পারে না। কর্মে দেহের ক্ষমতা জন্মায়, স্বাস্থ্য, শক্তি, আনন্দ-সুখ সবই অর্জিত হয়। কঠোর পরিশ্রমের পর বিশ্রাম সবচেয়ে সুখের বিশ্রাম। তাহলে আর কৃত্রিম আয়োজন উপভোগ করতে হবে না। শুধু চিন্তা করেই জগতের লাভ হয় না। মানব সমাজে মানুষ মানুষের সাথে কাজ করে, রাস্তায়, কলকারখানায়, মানুষের সাথে মেলামেশা করে নিজেকে পূর্ণ করে। চিন্তা এবং বই শুধুমাত্র মানুষের মনের পাতা খুলে দেয়। বাকি কাজ সংসারে কর্মস্থলে হয়।
সারাংশ: জীবনের উদ্দেশ্য কর্মের মধ্যে নিহিত। কর্মে আছে কল্যাণের চেষ্টা, কর্মে আছে আনন্দ ও জীবনে সাফল্য। মানুষের কল্যাণ আসে কেবল কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে নয়। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষের সান্নিধ্য জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও সারাংশ। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।