বাংলার মেলা অনুচ্ছেদ ক্লাস 6,7,8,9,10

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাংলার মেলা অনুচ্ছেদ |বাংলার মেলা অনুচ্ছেদ Class 6, 7, 8, 9, 10 | ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাংলার মেলা অনুচ্ছেদ |

বাংলার মেলা অনুচ্ছেদ

Add a heading 23

মেলা মানেই শিল্পের সঙ্গম, দোকানের সারি, সার্কাসের তাঁবু, বেলুন উড়ানো, বাঁশি বাদকদের বাঁশি সঙ্গীত। মেলা মানেই শহর-গ্রামের মানুষের মিলনমেলা, তরুণদের কৌতূহলী ও উৎসুক মুখ। মেলা মানে একতা। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় একটা মেলা দেখলাম, ট্রেন, বাসে দুই পথেই যাওয়া যায়। মেলাটি বেশ পুরনো, এই মেলার অবস্থান হুগলির কাছে একটি গ্রামে। জন্মাষ্টমীকে ঘিরে এই মেলা শুরু হয়ে প্রায় এক মাস চলে। মেলার মূল অংশে পুরাণ মহাভারতের কাহিনী অবলম্বনে পৌরাণিক কাহিনী, কর্ণার্জুন সংগ্রাম, দ্রৌপদীর স্বয়ম্ভর সভা, জয়দ্রথের বধ, ভীম-দুর্যোধনের গদা লড়াই ইত্যাদি ছবি ও পুতুলসহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যমুনা গিরিপথ, নন্দোৎসব, কংসের জেলের বয়ান, কৃষ্ণের নানিচুড়ি, পুতনা বাধা, কালিয়া দামন ইত্যাদি বিষয়ের উপর পুতুল নাচ। 

 

 

আরও দেখতে পারেনপৌষ মেলা অনুচ্ছেদ

 

দোকানে কেনাকাটার লোকের ভিড়, চিনাবাদাম ভাজার দোকানের দর্শনীয় সারি, তালা উনুনে বড় বড় পানের গন্ধ। বালিতে ডুবিয়ে গরম চিনাবাদামের সুগন্ধের সাথে মিশ্রিত চিনাবাদাম ভাজা। বাদাম কিনে মুখে কয়েক দানা দিতেই মেলার মজা মিশে আছে দেখার আনন্দ। শৈশবের ভয়ংকর দিনগুলো। 
দোকানদারদের সম্মিলিত আওয়াজ, বেল্লারি চুড়ি, যশের চিরুনি, বাঁশের ধামা-কুলো, কাঁচি, হাতকড়া, লক্ষ্মীর হাঁড়ি, সত্যনারায়ণের ছবি থেকে কোনটি কিনবেন তা ঠিক করতে পারেন না দিশেহারা ক্রেতা। মেয়েরা চুড়ি এবং বিভিন্ন গহনার দোকানে ভিড় করে। 
 

 

 

আরও দেখতে পারেনবই পড়ার আনন্দ অনুচ্ছেদ
 

 

 

জাদুকরের টার্গেট গেম, কিশেরীর জীবন্ত সমাধি, নরক্ষসের আস্ত মুরগি খাওয়া, বর্তমান চলচ্চিত্রের হালকা গান, বৈদ্যুতিক ক্যারোজেল রাইড ইত্যাদি অসংখ্য দৃশ্যে মেলাকে সমৃদ্ধ করেছে। অর্থের অভাবে বেচারা কিষার মুখ করুণ, যেন মেলার সমস্ত আনন্দ তাকে দুঃখ এনে দিয়েছে। মেলা তাই আনন্দ-বেদনা, আনন্দ-বেদনার সমন্বয়ে মানবজীবনের নাটক উপস্থাপনের এক অভিনব মঞ্চ।

শেষকথা

শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বাংলার মেলা অনুচ্ছেদ সম্পর্কে। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *