আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাংলার মেলা অনুচ্ছেদ |বাংলার মেলা অনুচ্ছেদ Class 6, 7, 8, 9, 10 | ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাংলার মেলা অনুচ্ছেদ |
বাংলার মেলা অনুচ্ছেদ
মেলা মানেই শিল্পের সঙ্গম, দোকানের সারি, সার্কাসের তাঁবু, বেলুন উড়ানো, বাঁশি বাদকদের বাঁশি সঙ্গীত। মেলা মানেই শহর-গ্রামের মানুষের মিলনমেলা, তরুণদের কৌতূহলী ও উৎসুক মুখ। মেলা মানে একতা। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় একটা মেলা দেখলাম, ট্রেন, বাসে দুই পথেই যাওয়া যায়। মেলাটি বেশ পুরনো, এই মেলার অবস্থান হুগলির কাছে একটি গ্রামে। জন্মাষ্টমীকে ঘিরে এই মেলা শুরু হয়ে প্রায় এক মাস চলে। মেলার মূল অংশে পুরাণ মহাভারতের কাহিনী অবলম্বনে পৌরাণিক কাহিনী, কর্ণার্জুন সংগ্রাম, দ্রৌপদীর স্বয়ম্ভর সভা, জয়দ্রথের বধ, ভীম-দুর্যোধনের গদা লড়াই ইত্যাদি ছবি ও পুতুলসহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যমুনা গিরিপথ, নন্দোৎসব, কংসের জেলের বয়ান, কৃষ্ণের নানিচুড়ি, পুতনা বাধা, কালিয়া দামন ইত্যাদি বিষয়ের উপর পুতুল নাচ।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বাংলার মেলা অনুচ্ছেদ সম্পর্কে। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।