আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পরথের মেলা রচনা |পরথের মেলা রচনা Class 6, 7, 8, 9, 10। ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রথের মেলা রচনা |
রথের মেলা রচনা
‘মেলা’ এর সাথে আমরা সবাই পরিচিত। মেলা হল যেকোনো ধরনের অনুষ্ঠানের মিলনস্থল। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। যেমন- রথের মেলা, চড়কের মেলা, গ্রামের মেলা ইত্যাদি এই সব মেলার মধ্যে রথের মেলা সবচেয়ে উল্লেখযোগ্য। সাধারণত বর্ষাকালে শবদ আষাঢ় রথ মেলা। এই লোকা মূলত জগন্নাথদেবকে কেন্দ্র করে। সাত দিন এই মেলা। নগর বড় জেলার মধ্যে রথের মেলা। দূর থেকে বিভিন্ন ধরনের গাছপালা কিনে আনতে হয়। বিশ্বের বিভিন্ন ধরনের জিনিস,
বাচ্চাদের খেলনা, বাঁশের বাঁশি, পুতুল, মেয়েদের জামা, রঙিন চুড়ি ইত্যাদি কিনতে হয়।
পানিতে খাবারের দোকান। এর মধ্যে সবচেয়ে কামোদ্দীপক খাবার হলো পাপা ভাজা এবং জেলেপি। সাত দিন ধরে পাওয়া যাচ্ছে সার্কেল মেলার নাগরলা, কাকা, জিক, একট্রিক মারাদোর বিভিন্ন পণ্য। ধনী-গরীব, জাতি-ধর্ম নির্বিশেষে রথ মেলায় অংশগ্রহণ করে এই মেলাকে মিলনমেলায় পরিণত করে।
শেষকথা
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম রথের মেলা রচনা। যদি আজকের এই রথের মেলা রচনা রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।