বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র

 বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র

 

ভাবি, তুমি রংপুরের মানিক। তোমার বন্ধু সুমন সিলেটের নিশিন্তপুর গ্রামে থাকে। একটি বই পড়ার আনন্দ প্রকাশ করে আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন।
 
চট্টোগ্রাম

১২ই অক্টোবর, ২০২২

 

অনেক ভালবাসা এবং পদক্ষেপ নিন। আমি আশা করি তুমি ভালো আছো. গত তারিখের একটি পত্রিকা। আপনি জানতে চান, এখন পড়ুন কোন বইটি আমার সবচেয়ে ভালো লাগে। এ নিয়ে আলোচনা করছি।
বর্তমানে পড়া আমার প্রিয় বই আকবর হেসের ‘মাহে মুক্তি’। বইটি প্রকাশের পর থেকেই তোলপাড় শুরু হয়। এতবার বইটি পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বইটিতে সমসাময়িক বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা মন ও হৃদয়কে নাড়া দেয়। মূলধারার মুসলমান যারা মর্যাদা বৃদ্ধি বা চরিত্র গঠনের জন্য মটর বইয়ের মতো লিখতে ব্যস্ত নয়। পাটানার পটভূমিতে লেখা এই বইটি চেত ডাং, আসন এবং অন্যান্য গুরুত্ব সহ স্বতন্ত্র স্থান। এমনকি প্রেম-ভাললেবা পরশেও বইটি বেশ মজার এবং সহজ মনে হয়েছে। বইটিতে কিছু দার্শনিক অনুচ্ছেদও রয়েছে যা সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ। তবে বাংলাদেশ-মুসলিম দাঙ্গার কাহিনি বইটির ব্যত্যয় ঘটেছে! সামগ্রিকভাবে বলা যায়, বইটি বিন্যাস, ভাষা ও ভাবের মাধুর্যের দিক থেকে এক অনন্য আখ্যান। তাই সময়মতো বই পড়ার চেষ্টা করুন। আমি ভালো আছি তোমার বাবা ও মাকে আমার শুভেচ্ছা জানাও।
ইতি-
মানিক

 

শেষকথা

শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র। যদি আজকের এই বর্ষাকাল রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *